প্রকাশিত: Wed, May 8, 2024 12:48 PM
আপডেট: Mon, May 20, 2024 11:25 AM

[১]ডেঙ্গুর আচরণগত পরিবর্তন গ্রামের জন্য অশনি সংকেত: স্বাস্থ্য ডিজি

অপূর্ব চৌধুরী: [২] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, আমরা জেনেছি ডেঙ্গু (এডিস) মশা রাতেও কামড়াচ্ছে এবং শুধুমাত্র পরিষ্কার পানিতে না জন্মে ময়লা পানিতেও জন্মাচ্ছে। এছাড়া গাছের কোটরেও জন্মাচ্ছে এডিস মশার লার্ভা।  জাগোনিউজ

[২.১] তিনি বলেন, গাছের কোটরে যদি এডিস মশা জন্মানো শুরু করে, গ্রামের জন্য এটি একটি অশনি সংকেত। গ্রামে গাছপালা বেশি, সেখানে মশা মারার ব্যবস্থা করা অনেক বেশি কঠিন হবে।

[৩] তিনি বলেন, মশা মারার ক্ষেত্রে যেসব ওষুধ ব্যবহার করা হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই জানিয়েছেন যে, ফগিংয়ে কোনো মশা মারা যায় না। এছাড়া ভারতেও উচ্চ আদালতের নির্দেশনায় বন্ধ করা হয়েছে ফগিং কার্যক্রম। আমরা এসব বিষয়ে নোট নিয়েছি। এসব বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। দেশ রূপান্তর

[৪] মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালে ডেঙ্গু নিয়ে প্রস্তুতি বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

[৫] ডেঙ্গু শনাক্তের দেশীয় আবিষ্কারের কিট উৎপাদন বিষয়ে সরকারের সহযোগিতা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, দেশীয় পদ্ধতিতে যে কিট আবিষ্কার হয়েছে, সেগুলোর উৎপাদন বিষয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করা হবে।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) শাখার পরিচালক ডা. শেখ দাউদ আদনান, বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) মহাপরিচালক ড. মালা খান প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব